চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী এলাকায় ধইঞ্চা ক্ষেতে জমে থাকা পানিতে ডুবে আরাফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশু আরাফাতের চাচা আনোয়ার খান জানান, সকালে আরাফাত তার বাবা মিজান খানের সঙ্গে ধইঞ্চা ক্ষেতে যায়। তাকে রেখে বাবা ক্ষেতে জমে থাকা পানির মধ্যে কাজ করছিলেন। হঠাৎ আরাফাতকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর ক্ষেতের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর