ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২ বুয়েট শিক্ষার্থী বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ২ বুয়েট শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা: ‘জঙ্গি সংশ্লিষ্টতার’ অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল থেকে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘শৃঙ্খলা ভঙ্গের কারণে’ তাদের বহিষ্কার করা হয়েছে মর্মে নোটিশ জারি করে বোর্ডে টাঙিয়ে দেয় হল প্রশাসন।



বহিষ্কৃতরা হলেন- আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান (কক্ষ নং ২০০৭) এবং মোহাম্মদ নুরউদ্দিন (একটেনশন-২)।

এ ব্যাপারে শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদ করিম বাংলানিউজকে বলেন, তাদের রুম তল্লাশি করে বিভিন্ন ধরনের জিহাদি বই এবং তাদের ল্যাপটপে বিভিন্ন ধরনের ‘ডকুমেন্ট’ পাওয়া গেছে। যার ফলে আমাদের মনে হয়েছে তাদের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। তাই তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তাদের ব্যাপারে তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

উপাচার্য অধ্যাপক ড. খালেদা ইকরাম দেশের বাইরে থেকে আসার পর তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাকারের দাবি, বুয়েট ছাত্রলীগের সহায়তায় এ দুজনের ব্যাপারে তথ্য পায় হল প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।