ঢাকা: জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার (এনআইডি) কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির আগে মোবাইল গ্রাহকদের তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি হচ্ছে না। এজন্য চুক্তির প্রস্তুতি নিচ্ছে মোবাইল অপারেটরগুলো।
মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছিলেন, রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের তথ্য যাচাই শুরু করা হবে। এজন্য মোবাইল অপারেটরগুলো এনআইডি কর্তৃপক্ষকে নিজেদের গ্রাহকদের তথ্য সরবরাহ করবে।
তবে এনআইডি অনুবিভাগ বলছে, চুক্তির আগে তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া হবে না। নিয়মানুযায়ী তথ্য যাচাইয়ের জন্য চুক্তির প্রয়োজন পড়বে।
তবে চুক্তির ব্যাপারে কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে বলে জানান মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপারেটররা গ্রাহকদের তথ্য যাচাইয়ে এনআইডি কর্তৃপক্ষকে নিজেদের তথ্য দেওয়া শুরু করেছে। এনআইডি কর্তৃপক্ষ তা গ্রহণ করেছে।
অ্যামটব মহাসচিব বলেন, এরপর তারা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন।
এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন রোববার বাংলানিউজকে বলেন, এখনও তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া শুরু করিনি।
অবৈধ গ্রাহক চিহ্নিত করতে নতুন প্রতিমন্ত্রী সকল সিমকার্ড পুনঃনিবন্ধনের উদ্যোগ নিয়েছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এনআইডি’র সঙ্গে তথ্য মিলিয়ে গ্রাহকদের ‘বাল্ক এসএমএস’র মাধ্যমে জানানো হবে। তারপর গ্রাহকদের সিমের মালিকানা সম্পর্কে নিশ্চিত করতে হবে।
** রোববার থেকে শুরু সিমকার্ড যাচাই
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/ইইউডি/এএসআর