চাঁদপুর: মাদক সেবনের দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সোলেমান মিজি (৪২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ মো. মুর্শিদুল ইসলাম এ আদেশ দেন।
সোলেমান মিজি চাঁদপুর সদর উপজেলার পাঁচ নম্বর রামপুর ইউনিয়নের মৃত রহমান মিজির ছেলে। তিনি সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ বাংলানিউজকে জানান, সোলেমান শনিবার দিনগত রাতে ইয়াবা সেবনের জন্য হাজীগঞ্জ বাজারে যান। পরে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে দুই পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম পাওয়া যায়।
পরে রোববার দুপুরে সোলেমান মিজিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/এটি