ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে মাদকসেবী ইউপি সদস্যের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
হাজীগঞ্জে মাদকসেবী ইউপি সদস্যের কারাদণ্ড

চাঁদপুর: মাদক সেবনের দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সোলেমান মিজি (৪২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ মো. মুর্শিদুল ইসলাম এ আদেশ দেন।



সোলেমান মিজি চাঁদপুর সদর উপজেলার পাঁচ নম্বর রামপুর ইউনিয়নের মৃত রহমান মিজির ছেলে। তিনি সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ বাংলানিউজকে জানান, সোলেমান শনিবার দিনগত রাতে ইয়াবা সেবনের জন্য হাজীগঞ্জ বাজারে যান। পরে সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়িতে ফিরছিলেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকিলা রেলক্রসিং এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছে দুই পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম পাওয়া যায়।

পরে রোববার দুপুরে সোলেমান মিজিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির কর‍া হলে বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।