ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের পারিয়াট এলাকায় পুকুরের পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো-স্থানীয় এমদাদুল ইসলাম চৌধুরীর ছেলে অর্ক চৌধুরী (৪) ও তার চাচা আমিরুল ইসলামের মেয়ে সৌদামিনি চৌধুরী (৪)।
পারিয়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু হাশেম জানান, দুপুরে উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় অর্ক ও তার চাচাতো বোন সৌদামিনি। এদিকে, দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খুঁজতে শুরু করে স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআই