ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে গাঁজাসহ নারী যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
শাহজালালে গাঁজাসহ নারী যাত্রী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার কেজি গাঁজাসহ মোছা. শাহানারা (৩১) নামে এক নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তার বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায়।



রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকাল সোয়া ৮টায় বিমানবন্দর বহির্গমন ৪নং গেটের সামনে থেকে শাহানারাকে হাতেনাতে আটক করা হয়।

এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে এয়ার এরাবিয়ার জি৯৫১৪ ফ্লাইটে শাহানারার ওমান যাওয়ার কথা ছিলো।

৪নং গেটের কাছাকাছি তার ইতস্তত ঘোরাফেরায় সন্দেহ হয় কর্তব্যরত আর্মড পুলিশ সদস্যদের। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান সিনিয়র এএসপি শিমুল।

শাহানারার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর টেবিল ৭ (ক) ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এনএইচএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।