ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ যুবক আটক, ৮ পাসপোর্ট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
কুষ্টিয়ায় অস্ত্রসহ ২ যুবক আটক, ৮ পাসপোর্ট জব্দ তানভীর আহমেদ রাজিব ও মোস্তাফিজুর রহমান আশিক

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় বিভিন্ন ব্যক্তির নামে ইস্যু করা আটটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।



রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আটক যুবকরা হলেন-জেলার দৌলতপুর উপজেলার মাস্টার পাড়ার আলী হোসেন শেখের ছেলে মোস্তাফিজুর রহমান আশিক (২২) ও কুষ্টিয়া শহরের দেশওয়ালী পাড়ার মৃত অ্যাডভোকেট আশরাফ আলীর ছেলে তানভীর আহমেদ রাজিব (৩৪)।

সংবাদ সম্মেলনে মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে রাজিবকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়।

এদিকে, ভোর ৫টার দিকে পৃথক অভিযানে আশিককে দৌলতপুর উপজেলার রিফাইতপুর বাজার থেকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন, একটি ধারালো ছুরি ও আটটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

রাজীব বিভিন্ন সময়ে মোবাইলে নিজেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করতেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।