ঢাকা: আয়কর সংগ্রহে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলায় করদাতা ও সেবাগ্রহীদের বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।
এছাড়া সার্বিক তথ্য সম্বলিত নির্দেশিকা ও ফরম ফ্রি (বিনামূল্য) পাচ্ছেন করদাতা-সেবাগ্রহীতারা।
সরেজমিনে দেখা যায়, বেতন ও সম্পত্তি খাতে আয় নিরূপণ নির্দেশিকা, রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত নির্দেশিকা, কর সংক্রান্ত সব কর অঞ্চলের সেবার সিটিজেন চার্টার নির্দেশিকা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে কর সার্কেল নির্দেশিকা, আয়কর রিটার্ন ও চালান ফরম করদাতাদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে মেলায়।
সিটিজেন চার্টারে ই-টিআইএন নিবন্ধন, পুনরায় নিবন্ধন, রিটার্ন ফরম পূরণ, কর সনদপত্র গ্রহণ, কর মামলা, কর সার্কেল ঠিকানাসহ বিভিন্ন তথ্য রয়েছে।
তবে কর্তৃপক্ষ জানায়, মেলায় আগত করদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে আয়কর রিটার্ন ফরম ও রিটার্ন ফরম পূরণ নির্দেশিকার চাহিদা সবচেয়ে বেশি।
আয়কর মেলায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে কাস্টমস, ভ্যাট বিভাগ ও জাতীয় সঞ্চয় অধিদফতর। এ তিন দফতরের সেবা সম্পর্কেও দেওয়া হচ্ছে নির্দেশিকা।
সংশ্লিষ্টরা বলছেন, মেলায় ভ্যাট বিভাগের বুথ থেকে এডিআর মামলা নিষ্পত্তি সংক্রান্ত কয়েকটি নির্দেশিকা দেওয়া হচ্ছে। ভ্যাট সংক্রান্ত এসব নির্দেশিকা নিতে করদাতাদের বেশ আগ্রহ রয়েছে।
একজন কর্মকর্তা জানান, এডিআর মামলা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য সম্ভলিত বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হচ্ছে। প্রথমবার হওয়ায় এসব নিতে ভিড়ও রয়েছে।
মেলার কাস্টমস বুথ থেকে বিদেশ থেকে আগত যাত্রীদের প্রাপ্য সুবিধা, পণ্য আমদানি-রফতানির দলিলাদি, বন্ড লাইন্সেস প্রাপ্তি ও স্বর্ণ আমদানিসহ বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হচ্ছে।
মেলার প্রবেশ মুখে অভ্যর্থনা ও কর তথ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, মেলায় আগত করদাতা ও দর্শণার্থীরা বেশ আগ্রহ নিয়ে বিভিন্ন নির্দেশিকা সংগ্রহ করছেন। আর রিটার্ন ফরম নিচ্ছেন করদাতারা।
পরিবারের চার সদস্যদের রিটার্ন জমা দিতে এসে ৮টি ফরম নিলেন সামছুদ্দিন। সঙ্গে নিলেন রিটার্ন ফরম নির্দেশিকাও।
জানালেন, রিটার্ন নির্দেশিকা ছাড়াও বিভিন্ন কর অঞ্চলের দেওয়া কর নির্দেশিকা রিটার্ন ফরম পূরণে সহায়ক হিসেবে কাজ করে।
রিটার্ন ফরম পূরণের আগেই তথ্য কেন্দ্র থেকে রিটার্ন ফরম পূরণ নির্দেশিকা পেয়ে খুশি আবুল কাশেম নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।
বললেন, মেলার প্রথমদিন রিটার্ন জমার পর উপহার হিসেবে পাওয়া পাটের ব্যাগের সঙ্গে রিটার্ন ফরম পূরণ নির্দেশিকা দেওয়া হতো। আজকে আগে পেয়ে বেশ উপকার হয়েছে।
মেলায় কর তথ্য ও সেবা কেন্দ্রের দায়িত্বে সহকারী কর কমিশনার মইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সব নির্দেশিকাই ফ্রি দেওয়া হচ্ছে।
‘চাহিদা বেশি রিটার্ন ফরম ও রিটার্ন পূরণ নির্দেশিকার। এছাড়া সব কর অঞ্চলের নির্দেশিকা ও বুকলেটও দেওয়া হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার নির্দেশিকা দেওয়া হয়,’ যোগ করেন তিনি।
** বৈরি আবহাওয়ায়ও করদাতাদের ভিড়
** রোভার সদস্যদের সেবায় মুগ্ধ করদাতা
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরইউ/এমএ