ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিভাগ ঘোষণায় বাকৃবিতে আনন্দ শোভাযাত্রা

নিউড ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বিভাগ ঘোষণায় বাকৃবিতে আনন্দ শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভাগ বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পরিবার।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।



এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকতা-কর্মচারীরা অংশ নেন।

বাকৃবি জনসংযোগ কর্মকর্তা দীন মোহাম্মদ দীনুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শুরু হওয়ায় এ শোভাযাত্রা আমতলায় গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর আবদুর রশীদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর দাবি পূরণ করেছেন। এজন্য তার প্রতি ধন্যবাদ ও ‍অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।