ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ডা. সিরাজুল ইসলাম স্মরণে বিএসএমএমইউ’তে শোক সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ডা. সিরাজুল ইসলাম স্মরণে বিএসএমএমইউ’তে শোক সভা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ শোক সভা অনুষ্ঠিত হয়।



স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিএসএমএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএসএমএমইউ’র চর্ম ও যৌনব্যাধি বিভাগের অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপনের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.কামরুল হাসান খান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা প্রমুখ।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।