বরিশাল: বরিশালে রতন জমাদ্দার নামে এক জেলেকে হত্যার দায়ে ১১ জনকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) বরিশাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদীব আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সোহেল সরদার, জসিম বেপারী, শুক্কুর আলি মাঝি, মানিক সরদার, আকবর হোসেন, রফিক খান, সবুজ খান, বাক্কু খান, বাবুল মৃধা, বশির মৃধা, লোকমান গাজী। এরা সবাই বরিশালের বাকেরগঞ্জ ও চাঁদপুর ও পটুয়াখালী জেলার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২২ এপ্রিল মামলার ভেদুরিয়া বন্দর এলাকার বাসিন্দা রতন জমাদ্দার, তার ছেলে ও দুইজন সহযোগী নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে একটি তরমুজ ভর্তি ট্রলারে তাদের জাল কেটে যায়।
এ নিয়ে ওই ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে রতন ও তার লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রতনদের নৌকায় ট্রলার থেকে ইট-পাটকেল নিক্ষেপ করলে রতন মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে মারা যান।
পরে, বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ ধাওয়া দিয়ে ট্রলার থেকে ছয় জনকে আটক করে। পরদিন আটক ছয় জনসহ আট জনের বিরুদ্ধে নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন ২০১৪ সালের ১৬ জুলাই ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত ২৮ জনের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১১ জনকে ১০ বছর করে কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫/আপডেটেড:১৮০১
এমজেড