ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটির কুতুকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
রাঙামাটির কুতুকছড়িতে পিসিপি’র বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য ও বাঘাইছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক দেবদন্ত ত্রিপুরাকে গ্রেফতারের প্রতিবাদ ও তাকে নিঃশর্ত মুক্তি দাবিতে রাঙামাটির কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ।

রোববার দুপুরে কুতুকছড়ি হাফ বাজার থেকে মিছিল শুরু হয়।

মিছিলটি কুতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যেমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও সাধারণ সম্পাদক অনিল চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।