ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বিলম্বে ছেড়েছে সুন্দরবন-প্রভাতী-নীলসাগর ও রাজশাহী এক্সপ্রেস

আদিত্য আরাফাত, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বিলম্বে ছেড়েছে সুন্দরবন-প্রভাতী-নীলসাগর ও রাজশাহী এক্সপ্রেস ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কমলাপুর স্টেশন থেকে: একেতো অস্বস্তির বৃষ্টি তারমধ্যে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়ায় ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

রোববার (২০ সেপ্টেম্বর) নির্ধারিত সময় থেকে প্রায় ১ থেকে আড়াই ঘণ্টা দেরিতে ছেড়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি আন্ত:নগর ট্রেন।

প্রথম দিনে এসব ট্রেন দেরিতে ছাড়ায় বাঁকি চারদিন এসব ট্রেনের শিডিউল ঠিক রাখা যাবে কি-না এ নিয়ে দেখা দিয়েছে সংশয়।

কমলাপুর স্টেশনে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অতীতের অভিজ্ঞতা থেকে বাংলানিউজকে জানিয়েছেন, কোনো ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিলে পরের দিনগুলোতে সেটা ঠিক রাখা দুরহ হয়ে যায়। তাই রোববার যেসব ট্রেন বিলম্বে ছেড়েছে তা সোমবার থেকে শিডিউল ঠিক না থাকার শঙ্কা রয়েছে।

রোববার বেলা ৩টায় কমলাপুর স্টেশনে পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বলেন, ‘সব ট্রেনই ঠিকমতো এসেছে। নির্ধারিত সময়ে ছেড়েছে। দু-একটি ট্রেন কয়েক মিনিট দেরিতে ছেড়েছে। এটা ব্যাপার না…’

কমলাপুর স্টেশনে ট্রেন সিগন্যাল রেজিস্ট্রার (টিএসআর) খাতায় দেখা গেছে, এদিন ভোর ৫টা ২০মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৩৪টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। এরমধ্যে ঢাকা-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ২৫মিনিট দেরিতে ছেড়েছে। এছাড়া ঢাকা-চিনাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে, রাজশাহী এক্সপ্রেস (চাঁপাই) ছেড়েছে ২ ঘণ্টা ৩৫ মিনিট দেরিতে এবং ঢাকা-চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর বাইরে যেসব ট্রেন ছেড়েছে তা স্টেশনের টিএসআর-এ ‘রাইট টাইম’ লেখা হলেও অন্য ট্রেনগুলো ২০ মিনিটি থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।

রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টি থাকায় ঈদে ঘরমুখো মানুষ অস্বস্তির মধ্যে ঢাকা ছেড়েছেন।

এদিন সুবর্ণ এক্সপ্রেস ছাড়ার আগে ট্রেনের ভেতরেই কথা হয় নাজমুল হোসাইন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, ‘বৃষ্টিতে পুরো রাস্তা যানজট। বিরক্ত হয়ে সিএনজি থেকে মতিঝিল নেমে ট্রেন ধরার জন্য কমলাপুর স্টেশনে হেঁটে এসেছি। ভিজে একাকার। ’

ট্রেন ছাড়ার সময় সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী ইয়ামিন হাসান বলেন, প্রায় আড়াইঘণ্টা পর ট্রেনটি ছাড়ছে। গত রমজানের ঈদেও এ ট্রেনটি শিডিউল ঠিক রাখতে পারেনি বলে তিনি জানান।

কমলাপুর স্টেশন সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষ্যে রোববার যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো গত ১৫ সেপ্টেম্বর বিক্রি হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে একযোগে ২০ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হয়েছে। এছাড়া ১৬ সেপ্টেম্বর  বিক্রি হয়েছে ২১ সেপ্টেম্বরের, ১৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বরের, ১৮ সেপ্টেম্বর ২৩ সেপ্টেম্বরের এবং ১৯ সেপ্টেম্বর ২৪ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।
 
একইভাবে ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফিরতি টিকিট। এদিন বিক্রি হবে ২৭ সেপ্টেম্বরের টিকিট। ২৪ সেপ্টেম্বর বিক্রি হবে ২৮ সেপ্টেম্বরের, ২৫ সেপ্টেম্বর বিক্রি হবে ২৯ সেপ্টেম্বরের, ২৬ সেপ্টেম্বর ৩০ সেপ্টেম্বরের টিকিট এবং ২৭ সেপ্টেম্বর বিক্রি হবে ১ অক্টোবরের টিকিট।

কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানাজার সিতাংশু চক্রবর্তী বাংলানিউজকে জানান, বর্তমানে রেলের মোট ৮৮৬টি কোচ রয়েছে। ঈদ উপলক্ষে ১৩৮টি কোচ ঈদের আগেই ট্রেনের বহরে যুক্ত হবে। ১৯৯টি ইঞ্জিন চালু রয়েছে, ঈদ সামনে রেখে মেরামতকৃত আরও ২৫টি বহরে যুক্ত হবে।

তিনি জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন সারাদেশে এক লাখ ৮০ হাজার টিকিট ইস্যু করা হয়। ঈদ মৌসুমে অতিরিক্ত চাপ মোকাবেলায় প্রতিদিন সব ট্রেন মিলিয়ে দুই লাখ ৫০ হাজার টিকিট বিক্রি করা হবে। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলো ঢাকা-দেওয়ানগঞ্জ, ঢাকা খুলনা, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে সাতদিন চলবে। এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ শোলাকিয়া রুটে ঈদের দিন দুই জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে।

এদিকে রোববার বেলা ৩টায় কমলাপুর স্টেশনে এসে রেলমন্ত্রী মো. মুজিবুল হক সাংবাদিকদের বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরতে পারেন সেজন্য র্যাব, পুলিশ, বিজিবি ছাড়াও রেলওয়ের দুটি নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করছে। যেখানেই যাত্রী হয়রানি, অজ্ঞান পাটির তৎপরতা দেখা যাবে সেখানেই যাত্রীদের নিরাপত্তায় সক্রিয় হবে এসব নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।