ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশলে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বরিশলে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরের পলাশপুরে শিশু ধর্ষণ মামলায় মো. রিপন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।



রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আসামির উপস্থিতিতে ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রিপন নগরের রসুলপুরের মাঝেরচর এলাকার সাহেব আলীর ছেলে।

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির আইনজীবী উম্মে আসমা শেলী জানান, ২০০৭ সালের ১৭ জনুয়ারি সকাল ১০টায় আসামির ঘরের সামনে সাড়ে চার বছরের একটি কন্যা শিশু খেলছিল। ওই সময় রিপন শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির মা বিষয়টি বুঝতে পেরে স্বামীকে জানান। ২০ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানায় রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। একই বছরের ৭ মার্চ রিপনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান। ট্রাইব্যুনাল ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় রিপনকে এ দণ্ডাদেশ দেয়।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।