ফরিদপুর: ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যৌন উত্তেজক পাঁচ হাজার পিচ ট্যাবলেট-সিরাপসহ হুমায়ূন কবির নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে আদালত ব্যবসা না করার শর্তে মুচলেকাসহ এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন হুমায়ূন কবিরকে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের হাজী শরিয়তুল্লাহ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মামুন শিবলি।
মামুন শিবলি জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, যৌন উত্তেজক এ ট্যাবলেটগুলো মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআই/এএসআর