ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পুনরায় পরীক্ষার দাবি

ফরিদপুরে মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ফরিদপুরে মেডিকেলে ভর্তিচ্ছুদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও পুনরায় পরীক্ষার দাবিতে ফরিদপুরে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন পালনকালে সরকারের কাছে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান পরীক্ষার্থীরা। পরে তারা ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা শনিবারও (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ কেন্দ্রে এবার ১৫৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।