ধামরাই (ঢাকা): ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রশিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম দেপাশাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম আব্দুল কাদের।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানান, দুপুরে কাজের ফাঁকে হাত-মুখ পরিষ্কারের জন্য এক ব্যক্তির মাছের ঘেরে নামেন আব্দুর রশিদ। এ সময় ঘেরের পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পরেন তিনি। তাকে উদ্ধারে তিন জন এগিয়ে আসলে তারাও আহত হন।
পরে আব্দুর রশিদকে উদ্ধার করে ধামরাইয়ের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জানান, নিহতের পরিবার ও এলাকাবাসী থানায় লিখিত দিয়ে মরদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএনএইচ/জেডএস