ঢাকা: পাটশিল্প রক্ষায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে আগামী মাসে দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করবে সরকার।
আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সভাপতিত্বে রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং কৃত্রিম মোড়ক ব্যবহারজনিত কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধকল্পে ২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন প্রণয়ন করে সরকার, যা ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
সভায় প্রতিমন্ত্রী জানান, আইনের আওতায় ধান, চাল, গম, ভুট্টা, চিনি ও সারের মোড়কে পাটজাত মোড়কের-পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আইনটি পুরোপুরিভাবে বাস্তবায়িত না হওয়ায় বর্তমানে দেশের পাটশিল্প হুমকির মুখে পড়েছে।
‘সরকার দেশের বৃহত্তর স্বার্থে যেকোনো মূল্যে পাটের মোড়ক আইন পুরোপুরিভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, রাস্তা-ঘাট ও উল্লিখিত পণ্যবাহী যানবাহন সর্বত্র মোবাইল কোর্টের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। ’
আইন বাস্তবায়নে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পাট অধিদফতরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হুমায়ুন খালেদ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন কৃষি, স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশন ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ’র প্রতিনিধি; ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রশাসনসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমআইএইচ/জেডএস