ঢাকা: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলকাতা এবং অস্ট্রেলিয়ার সিডনিসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক উইং খোলার সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, সম্পর্কে এবং কপিরাইট অফিস সম্পর্কে আলোচনা হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের নিজস্বতা বজায় রেখে কীভাবে মূল স্রোতের মানুষের জীবন যাত্রার সঙ্গে সম্পৃক্ত হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করতে সুপারিশ করেছে কমিটি।
বাংলাদেশের গ্রামীণ কারুশিল্প নিয়েও আলোচনা হয় বৈঠকে।
এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কারুশিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে চলতি বছর আন্তর্জাতিক মানের একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
একই সঙ্গে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আন্তর্জাতিক মানের সার্কের ইভেন্টের মতো আয়োজন করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট সিমিন হোসেন রিমি। এসময় অন্যদের মধ্যে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পংকজ নাথ, এম এ হান্নান এবং পিনু খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এসএম/এমএ