ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে চামড়া ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
মৌলভীবাজারে চামড়া ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: লেস্ কাট হ্রাসকরণ ও কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণে মৌলভীবাজারের চামড়া ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীর কমিনিউটি সেন্টারে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম প্রকল্প (বিইজিপি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধিনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।



মো. ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের অমল কান্তি দেব ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রধান নিবার্হী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলর বাণিজ্য মন্ত্রণালয়ের কাজী মো. আনিসুর রহমান খান, মৌলভীবাজার মাংস ও চামড়া ব্যবসায়ী মো. ইব্রাহীম।  

প্রশিক্ষণ কর্মশালায় জেলার প্রায় শতাধিক মাংস ও চামড়া ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।