ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রসমাজের কলেজ শাখার সম্মেলন চলাকালে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
শনিবার (০৭ নভেম্বর) দুপুরে স্থানীয় সরাইল ডিগ্রি কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আইএ