ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বগুড়ায় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা শহরের বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২০৭ বোতল ফেনসিডিল ও ২৫৫ গ্রাম গাঁজাসহ রিনা বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
আটক রিনা বাদুরতলা এলাকার মুক্তার হোসেনের স্ত্রী।


 
শনিবার (০৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
শনিবার দুপুর আনুমানিক বেলা ১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান চালায়।
 
এ সময় র‌্যাবের দলটি রিনার বসত ঘর তল্লাশি করে ২০৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। তবে রিনা বেগমের স্বামী মুক্তার হোসেন (৩৭) পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা স্বামী- স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। আটক নারী মাদক ব্যবসায়ীকে মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।