বগুড়া: আগামী ১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ঢাকা-বগুড়া মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বনানী থেকে লিচু তলা এলাকা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানের প্রথমদিনেই শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি নয়জন ব্যক্তির কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেন।
শনিবার (০৭ নভেম্বর) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুল জলিল বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এ উচ্ছেদ অভিযান আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমবিএইচ/এসএস