ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
মৌলবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা সাবিস মিলনায়তনে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত বিএনপি-জামায়াত মদদপুষ্ট স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠীর তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদী গণজামায়েত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এসময় তিনি বলেন, দেশভাগের পর থেকেই মৌলবাদীরা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিরোধীতা করে আসছে। তাই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করতে হবে।

জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীপক ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কাজি মুকুল, কার্যকরী সদস্য ডা. নুজহাত চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন লুডু, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভপতি মঞ্জুর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

শাহরিয়ার কবির আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি ৫০০ জন নাগরিকের জন্য ১জন করে পুলিশ রয়েছে। আর বাংলাদেশে ১১০০ লোকের জন্য রয়েছে ১ জন পুলিশ। তাই পর্যাপ্ত প্রশিক্ষণ ও বেতন দিয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে হবে।

তিনি আরো বলেন, যারা ধর্মের নামে রাজনীতি করে তারাই মুক্ত চিন্তার লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা করছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।