মেহেরপুর: মাদকসেবী ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষপর্যন্ত তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন এক নারী।
শনিবার (০৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহরের হালদারপাড়া এলাকার আয়ূব আলীর স্ত্রী সুফিয়া খাতুন ছেলে রিংকুকে পুলিশের হাতে তুলে দেন।
পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম রিংকুকে দুই মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুফিয়া খাতুন জানান, রিংকু তাদের একমাত্র সন্তান। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করে। কিন্তু নেশার টাকার জন্য প্রতিদিনই পরিবারের লোকজন এমনকি প্রতিবেশীদের উপরেও চড়াও হতো সে।
সকালে নেশার জন্য টাকা চাইলে না দেওয়ায় ছোট বোনকে মারধর শুরু করে রিংকু। পরে বিকেলে থানায় খবর দিয়ে তাকে পুলিশ সোপর্দ করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বাংলানিউজকে বলেন, ওই মাদকসেবীকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর