ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িল ফ্লাইওভার সংযোগ সড়কে সংস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
কুড়িল ফ্লাইওভার সংযোগ সড়কে সংস্কার ছবি : জি এম মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভার সংযোগ সড়কে সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার (০৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করে।



এদিকে এই সংস্কার কাজের জন্য উত্তরা থেকে মহাখালী পর্যন্ত এক পাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জানা গেছে, ফ্লাইওভার থেকে নেমে আসা বৃষ্টির পানি সংযোগ সড়কের গোঁড়ায় জমে প্রায় ২৫ থেকে ৩০ মিটার এলাকা জুড়ে একাধিক ফাঁটলের সৃষ্টি হয়। ফলে বিঘ্নিত হচ্ছিলো স্বাভাবিক যান চলাচল।

সেই ফাঁটল মেরামতসহ অন্যান্য সংস্কার করতে ফ্লাইওভারের সংযোগ সড়কে এখন চলছে মাটি খননের কাজ।

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সংযোগ সড়কের পাশাপাশি ফ্লাইওভারের উপরে ৫ থেকে ৬টি স্থানের গর্তও মেরামত করা হচ্ছে। কিন্তু সরেজমিনে ফ্লাইওভারের উপর অন্তত ১৫টি স্থানে গর্ত চোখে পড়লো।

রাজউকের এই প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি ঠিকাদার প্রতিষ্ঠান ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এনসিএল)।
   
এনসিএল’র প্রকল্প ম্যনেজার কামাল হোসেন বাংলানিউজকে বলেন, ফ্লাইওভারে কোন সমস্যা নেই। শুধু সংযোগ সড়কে সংস্কার কাজ চলছে। দুই দিনের মধ্যে এ কাজ শেষ হয়ে যাবে।  

সংস্কার কাজ শুরু হয়েছে শনিবার (০৭ নভেম্বর) সকাল ৮টায়, শেষ হবে রাত ৮টায়। পরদিন রোববার (০৮ নভেম্বর) বিকেল ৫টায় ফের শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত এই সংস্কার চলবে বলেও জানান তিনি।

সংস্কার কাজ চলায় উত্তরার দিকে থেকে বাড্ডা-রামপুরা রোডের সকল যানবাহন বনানী ফ্লাইওভারের নিচ থেকে ইউটার্ন নিয়ে নিকুঞ্জ-১ এর ফ্লাইওভার দিয়ে বাড্ডার সড়কে চলে যাচ্ছে।

এদিকে বাম লেনের রাস্তা বন্ধ থাকায় উত্তরা থেকে মহাখালী পর্যন্ত এক পাশের সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

ওই এলাকার যানজট নিরসনে চার জন সার্জেন্ট এবং ১৫ জন ট্রাফিক পুলিশ কাজ করছেন বলে জানিয়েছেন উত্তরা ট্রাফিক জোনের পরিদর্শক (টিআই) ইফতেখার।

তিনি বলেন, ‘সংস্কার কাজ শুক্রবার শুরু করলে রাস্তায় এত যানজট হত না। আমরা (ট্রাফিক বিভাগ) তাদের বলেছি ২৪ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শেষ করার জন্য। না হলে রোববার সপ্তাহের প্রথম দিন যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছাবে।

প্রথমবারের মত নিজস্ব অর্থায়নে রাজধানীর উত্তর-পশ্চিমে পরিবহন যোগাযোগে অন্যতম ভূমিকা পালনকারী এই ফ্লাইওভারটির বাস্তবায়ন করে রাজউক।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এফবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।