বরিশাল: মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ না হওয়ার প্রতিবাদে বরিশালে রোববারের (৮ নভেম্বর) ডাকা বাস ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, পুলিশ সুপর এসএম আকতারুজ্জামান, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী খান, বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সম্পাদক মো. মোস্তফা কামাল, মিনিবাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন, সহ নতুল্লাবাদ ও রুপাতলী বাস টার্মিনাল কেন্দ্রিক মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, ভুরঘাটা থেকে বরিশাল পর্যন্ত গৌরনদী, মাহিলারা, বাটাজোর উচলাদিতে কতিপয় ক্ষমতাসীন দলের নেতাদের সহায়তায় মহাসড়কে অবৈধ যান চলছে। এ নিয়ে বাস শ্রমকিরা প্রতিবাদ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন। পুলিশ কোনো ভূমিকা রাখতে পারছে না।
সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসক ভুরঘাটা থেকে ইচলাদি পর্যন্ত মহাসড়কে দুটি পুলিশ চেকপোস্ট ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতুর ঢাল থেকে লেবুখালি ফেরিঘাট পর্যন্ত একটি চেকপোস্ট বসানোর আশ্বাস দেন।
পাশাপাশি অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষে বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে টিম গঠন করে কাজ করার আহ্বান জানান পুলিশ সুপার ও জেলা প্রশাসক।
সভার শেষে বাস ধর্মঘট স্থগিত রাখার বিষয়টি জানিয়ে মালিক সমিতির নেতারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সঠিকভাবে চালালে ধর্মঘটের প্রয়োজন হবে না। তবে মহাসড়কে থ্রি হুইলারসহ অবৈধ যান চললে সেক্ষেত্রে পরবর্তীতে বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এসআর