গাজীপুর: গাজীপুরে এনামুল হক বিপ্লব (৪২) নামে শিক্ষানবিশ এক আইনজীবীকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (৭নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এ ঘটনা ঘটে।
এনামুল গাজীপুর আদালতের শিক্ষানবিশ আইনজীবী ও গাজীপুরের উত্তর ছায়াবিথী এলাকার মৃত খন্দকার সামসুদ্দিন খন্দকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এনামুল হক বিপ্লব সন্ধ্যায় তার বাসার সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বী ও রবিন তাকে এলোপাতারি ভাবে ছুরিকাঘাত করে ও লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
জয়দেবপুর থানার এসআই ( উপপরিদর্শক) আব্দুল হামিদ জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
আহত বিপ্লবের বড়ভাই সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নী জেনারেল অ্যাডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল জানান, আশংকাজনক অবস্থায় বিপ্লবকে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হচ্ছে। কেন তার উপর হামলা করা হয়েছে তা তিনি জানতে পারেননি।
তবে বিপ্লবের মা রেহানা আক্তার জানান, গাজীপুর জজ কোর্টের সেরেস্তাদার মাসুদুর রহমানের দুই ছেলে সন্ত্রাসী রাব্বী ও রবিন তার ছেলে বিপ্লবের ওপর অতর্কিত হামলা করে আহত করেছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭,২০১৫
আরআই