ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তির নাম মো. নুরুল্লা (২৮)।
শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। তিনি দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে করে ঢাকায় আসেন। তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন, তার বাবার নাম হাবিবুল্লাহ। বাড়ি ফেনীতে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি, প্রিভেন্টিভ) মো. শাহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বলেন, পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকায় এসেছেন নুরুল্লা। তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন। পাসপোর্ট না থাকায় তাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তার সঙ্গে থাকা একটি ওয়াশিংমেশিনের ভেতর থেকে ৪০ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়।
তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি জানান তার কাছে আরো একটি ব্যাগ রয়েছে সেই ব্যাগে আরো ৮০ লাখ রুপি আছে।
পরে তার কথামতো সেই ব্যাগটিও উদ্ধার করে সেখান থেকে ৮০ লাখ রুপি উদ্ধার করা হয় বলে জানান শাহীদুজ্জামান সরকার।
আটক নুরুল্লার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫/আপডেট: ১১৩৫ ঘণ্টা
এসজেএ/আইএ/এমজেএফ