ফরাসি ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর (Charlie Hebdo) ব্যঙ্গ-বিদ্রূপ স্বাভাবিক ভব্যতা ও কাণ্ডজ্ঞানের সকল মাত্রা ছাড়িয়ে গেছে বারবার। সস্তা জনপ্রিয়তা লাভের জন্য মুসলমানদের ধর্ম নিয়ে ব্যঙ্গ-কটূক্তি করে এরা সারাবিশ্বের মুসলমানদের ক্রোধের তোপে পড়েছিল।
শার্লি এবদো তাদের এ সপ্তাহের সংস্করণে যে কার্টুনটি ছেপেছে তাতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাকবলিত রুশ বিমানটির বিভিন্ন অংশ আকাশ থেকে নিচে গিয়ে পড়ছে ইসলামী জঙ্গি গোষ্ঠি আইসিসের এক সদস্যের মাথার ওপর। আর কার্টুনটির নিচে যে ক্যাপশন দেওয়া হয়েছে: ‘আইসিল: রাশিয়ান বিমানবাহিনী তাদের বোমা হামলা জোরদার করেছে। ’
বুঝুন অবস্থা, কেমন অসুস্থ মানসিকতা!
পত্রিকাটি একটা নয়, এ নিয়ে আরো একটা কার্টুন ছেপেছে। সেই কার্টুনে আঁকা হয়েছে ধ্বংসস্তূপের মাঝে একজন হতভাগ্য বিমানযাত্রীর মাথার খুলি। আর তাতে জুড়ে দেওয়া হয়েছে যে ক্যাপশন তাতে লেখা: ‘রাশিয়ার কম ভাড়ার ফ্লাইটের ঝুঁকি। ’
এই কার্টুন রাশিয়ার কোটি কোটি শোকার্ত মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। ক্রেমলিনও শুক্রবার এ-ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানাতে ভোলেনি। তারা একে ‘অসুস্থ বিদ্বেষ’ বলে অভিহিত করেছে।
রুশ নিম্নকক্ষের ডেপুটি স্পিকার ইভান মেলনিকভ বলেছেন, “‘এটা রসিকতা নয়, বরং এ হচ্ছে এক কদর্য বিদ্রূপ’।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএম