একজন নয়, দু’জন নয়, নয় ১০জন। ৩৯ জন স্ত্রীর গর্বিত স্বামী তিনি! ৩৯ জন পতিপ্রাণা স্ত্রীর গর্ভজাত পুত্রকন্যার সংখ্যা ৯৪ জন।
জিওনা চানার ১৬৭ সদস্যের পরিবারটি থাকে চারতলা এক দালানে ১০০টি কক্ষে। এতোগুলো বিয়ে করার পরও কিন্তু ৬৬ বছর বয়সেও বিয়ের খায়েশ মেটেনি তার। তিনি আরো বেশি বেশি বিয়ে করে নিজের পরিবারটিকে আরো বড় করতে চান। এখনো প্রতিবার স্ত্রীদের মধ্য থেকে ৭ থেকে ৮ জনকে থাকেন তিনি। এভাবে পালাক্রমে অন্য ৭/৮জন স্ত্রী তার সঙ্গে থাকেন। একবার তিনি একবছরে ১০জন নারীর পাণিগ্রহণ করেছিলেন। তার নিজের ভাষায়, ‘এমনকি আজকও আমি আমি আমার পরিবারটাকে আরো বড় করতে প্রস্তুত, আর যতো বেশি সম্ভব বিয়ের পিঁড়িতে বসতে আগ্রহী। ’
এই বৃহৎ পরিবারটির প্রতিদিনকার খাবারের চাহিদাও চোখ কপালে তোলার মতো --–২০০ পাউন্ড চাল এবং ১৩০ পাউন্ড আলু। সব খাবারই একটা রসুইঘরে রান্না হয়। পতিব্রতা স্ত্রীরা সবাই মিলেমিশে খাবার রান্না করেন। আর ধোয়া-মোছা ও বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজটা করে তার কন্যা ও নাতনীরা। আর বাড়ির বাইরের কৃষিকাজ, গরু-মহিষ ও গবাদিপশুর দেখভাল-লালন-পালন করে নাতি ও পুত্ররা।
জিওনা চানার গর্বিত উক্তি: ‘যত্ন-আত্তি ও দেখভাল করার জন্য আমার আছে এতো-এতো লোক; আর সে-কারণে আমি নিজেকে একজন ভাগ্যবান বলেই মনে করি আমি। ’.
জিওনা চানা খিস্টধর্মের অনুসারী। স্থানীয়ভাবে তারা ‘চানা’ গোত্রের মানুষ। এই গোত্রটি বহুবিবাহকে অনুমোদন এবং উৎসাহিত করে থাকে। .
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
জেএম