ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৪ দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ফেনীতে ৪ দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে আগুনে পুড়ে গেছে ৪টি দোকান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।



শনিবার (০৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শহরের গুদাম কোয়ার্টারের গাজী ক্রস রোড় এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো, মুকু টি স্টোর, সূবর্ণা ফ্লাওয়ারস, এস আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ফেনী ট্রেডার্স।

খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, মুকু টি স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার (এসও) খন্দকার মোহাম্মদ সানাউল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তিনি জানান তদন্তের পর ক্ষয়-ক্ষতির সঠিক তথ্য জানানো যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।