সিলেট: বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার রায়ের দিন (রোবাবার, ০৮ নভেম্বর) আরেক শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলার চার্জ গঠন হচ্ছে।
এর আগে ২৯ অক্টোবর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাহেদুল করিম চার্জ গঠনের তারিখ নির্ধারণের পর মামলাটি নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালে স্থানান্তর করেন।
এরই মধ্যে মামলার নথিপত্র নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর সিলেট মহানগর হাকিম ১ম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী।
অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হয় গত ৭ অক্টোবর। ওই দিন আদালত অভিযোগপত্র আমলে নেন।
এর আগে তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসাইন এসি প্রসিকিউশনের কাছে এই মামলার চার্জশিট (অভিযোগপত্র) হস্তান্তর করেন।
চার্জশিটে সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুলসহ চারজনকে অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান মাছুম। এর মধ্যে মাছুম পলাতক ও বাকিরা কারান্তরীণ রয়েছেন।
গত ১১ মার্চ সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। পরবর্তীতে ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ ঝরনারপাড় সবুজ-৩৭ বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, পুলিশের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা তিনজনে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে মামলার আরেক আসামি ওলামা লীগ নেতা মুহিবুর রহমান মাছুম এখনও পলাতক রয়েছেন।
নিহত আবু সাঈদ সিলেট নগরীর রায়নগর শাহমীর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও রায়নগর দর্জিবন্দ বসুন্ধরা ৭৪ নম্বর বাসার আব্দুল মতিনের ছেলে।
বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এনইউ/এমজেএফ