ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শান্তি মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ৩৫৮ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
শান্তি মিশনে কঙ্গো যাচ্ছেন বিমান বাহিনীর ৩৫৮ সদস্য ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা সেনানিবাস থেকে: জাতিসংঘ শান্তি মিশনে অংশ নিতে শিগগিরই কঙ্গো যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫৮ সদস্য।
 
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে বিমান বাহিনী ঘাঁটি বাশারের (ঢাকা সেনানিবাস) এমআই-১৭ হ্যাঙ্গারে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।


 
এতে বিএএফ কন্টিনজেন্টের সদস্যদের দিকনির্দেশনা দেবেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
 
এ মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্টের (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) মোট ৩৫৮ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া একটি সি-১৩০ পরিবহন প্লেন, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।
 
আয়োজকরা জানান, মিশনের সাফল্য কামনায় মোনাজাত করা হবে।
 
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অফিসার (ঢাকা) এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এসকেএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।