রংপুর: রংপুর বাহাই কেন্দ্রের পরিচালক মি. রুহুল আমিন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের রংপুর-কুড়িগ্রাম রোডে (আর কে রোড) এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া এবং কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসার সামনে বের হলে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত রুহুল আমিনকে লক্ষ করে গুলি করে। এতে তিনি বুকে একটি গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থলে তার স্ত্রী শামসুন্নাহার রেবা উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।
আহত রুহুল আমিনকে তাৎক্ষণিক উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, আহত রুহুল আমিনের বাসার সামনে থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
আহত মি. রুহুল আমিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে।
রমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. পরিতোষ চন্দ্র দাসগুপ্ত বাংলানিউজকে বলেন, রুহুল আমিন বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। এখনো গুলি বের করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫/আপডেট: ১২২২
এমজেড/জেডএম