সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে লেগুনার ধাক্কায় মো. রবিউজ্জামান (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় নিহত রবিউজ্জামান স্থানীয় আওয়ার নিটিং গার্মেন্টসের শ্রমিক।
স্থানীয়রা জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় কাচাঁমালবাহী একটি লেগুনা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় স্থানীয়রা লেগুনাটি আটক করে, তবে পালিয়ে যান লেগুনার চালক।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার থানায় নিয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
টিআই