ঢাকা: রাজধানীর শাজাহানপুরে হামিদা আক্তার (২০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়।
রোববার (৮ নভেম্বর) সকালে উত্তর শাজাহানপুরের শিল্পী হোটেল গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
হামিদার স্বামী মো. ইমরান বাংলানিউজকে জানান, রোববার সকালে তিনি অফিস যাওয়ার আগে রান্না নিয়ে হামিদার সঙ্গে তার শাশুড়ী অর্থাৎ ইমরানের মা রাবিয়া আক্তারের ঝগড়া হয়। এরপর তিনি দু’জনের ঝগড়া থামিয়ে অফিসে চলে যান।
ইমরান বলেন, সকাল সাড়ে ৮টায় হামিদা আমাকে ফোন দিয়ে বলে আমি মৃত্যুর পথ বেছে নিলাম। আমি শুনেই অফিস থেকে বেরিয়ে পড়ি ও বাসায় এসে হামিদার রুম বন্ধ পাই। অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই।
মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টায় হামিদাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বলেন, হামিদার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এজেডএস/আরএইচএস/এইচএ