ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের সংঘর্ষে অনিতা বাড়ৈ (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।



রোববার (৯ নভেম্বর) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উত্তর ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অনিতা বাড়ৈ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নটাখোলা গ্রামের গোবিন্দ বাড়ৈয়ের স্ত্রী।

আহতরা হলেন- মাদারীপুর রাজৈর উপজেলার কদমবাড়ীর বড়খোলা গ্রামের গোবিন্দ গোলদার (৪৫), একই গ্রামের বিষ্ণু বালা (৪৫), ঠাকুর বালা (৫০), একই উপজেলার নটাখোলা গ্রামের প্রিতিশ বালা (৫০) ও গোপালগঞ্জ সদর উপজেলার সিংগা গ্রামের সেবানী বিশ্বাস (৫০)। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু নাঈম বাংলানিউজকে জানান, সকালে গোপালগঞ্জ সদরের সাতপাড় থেকে ৮/১০ যাত্রী নিয়ে একটি নসিমন করতে টেকেরহাট বাজারে যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ী এলাকায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী অনিতার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।