গাজীপুর: শিক্ষানবিশ আইনজীবী খন্দকার এনামুল হক বিপ্লবকে (৪২) খুনের ঘটনায় মাহবুর হাসান রাব্বি (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাব্বি নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার মাসুদুর রহমানের ছেলে। গাজীপুর সদরের ভোড়দা এলাকায় স্বপরিবারে বাস করতেন তিনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, রোববার সকালে রাব্বি জয়দেবপুর থেকে শ্রীপুরের ইজ্জতপুর এলাকায় পৌঁছালে তার শরীরের রক্তমাখা পোশাকে সন্দেহ হয় এলাকাবাসির। বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করা হয়।
তিনি বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খন্দকার এনামুল হক বিপ্লবকে খুনের বিষয়টি স্বীকার করেছেন রাব্বি।
তিনি পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে তার মাকে টিজ করে আসছিল বিপ্লব। এ কারণে তিনি ওই আইনজীবীকে খুন করেন।
এর আগে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী এলাকায় ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে বিপ্লবকে হত্যা করা হয়। তিনি উত্তর ছায়াবিথী এলাকার মৃত খন্দকার সামসুদ্দিনের ছেলে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএইচএস/আরএইচ