ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিনা পারিশ্রমিকে দশ বছর শিক্ষকতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বিনা পারিশ্রমিকে দশ বছর শিক্ষকতা ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় বিনা পারিশ্রমিকে দশ বছর ধরে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছেন রাজশাহীর বাগমাড়া উপজেলার দ্বীপপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান।

রোববার (০৮ নভেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের অবস্থান কর্মসূচির ১৪তম দিনে বাংলানিউজের সঙ্গে ফজলুর রহমানের আলাপকালে বিষয়টি জানা যায়।



তিনি বলেন, আমরা সারা জীবন মানুষের বাচ্চাদের শিক্ষা দিয়ে আসছি। অথচ নিজেদের বাচ্চাদের পড়ালেখার খরচ যোগাতে পারি না। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাহায্য পাই না। খেয়ে না খেয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে।

ফজলুর রহমানের মতো এমনই দিন কাটাচ্ছেন দেশের আট হাজার ননএমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ২০ হাজার শিক্ষক বলে জানান রাজশাহীর গো গ্রাম তেটিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় তাদের দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। আমরা আশা করবো, সরকার খুব শিগগিরই এ বিষয়ে গুরুত্ব দেবে।

গত ২৬ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে দেশের ননএমপিও স্কুল-কলেজ ও মাদ্রাসা এমপিও ভুক্তি করার দাবিতে শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
ইউএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।