খুলনার আদালতপাড়া থেকে: বহুল আলোচিত শিশু রাকিব হত্যাকাণ্ডের বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে। মামলার আসামি গ্যারেজ মালিক ওমর শরীফ, তার সহযোগী মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করবেন।
রোববার (০৮ নভেম্বর) বেলা ১১টা ৪৬ মিনিটে খুলনা জেলা কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।
আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায় শুনতে আদালতপাড়ায় সকাল থেকে উৎসুক জনতা ভিড় করেছেন।
সবার প্রত্যাশা একটাই, খুনিদের যেন ফাঁসি হয়।
গত ০৩ আগস্ট বিকেলে নগরীর টুটপাড়া কবরখানা মোড়স্থ শরীফ মোটরসের মালিক শরীফ যানবাহনে হাওয়া দেওয়া কম্প্রেসার মেশিন দিয়ে শিশু রাকিবের পায়ূপথে হাওয়া ঢুকিয়ে তাকে হত্যা করেন।
০৪ আগস্ট রাকিবের বাবা মোঃ নুরুল আলম বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ২৫ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারভুক্ত তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
হত্যা ঘটনার ৩ মাস ৫ দিনের মাথায় এ রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমআরএম/এএসআর
** ১১ কার্যদিবসে রায় ঘোষণা ইতিহাস