ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
‘আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে’ সুরঞ্জিত সেনগুপ্ত

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,‘আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। ফেসবুকে আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

আমি সংসদেও বলেছি, এখনো বলছি স্বরাষ্ট্র মন্ত্রীকেই বের করতে হবে কি তাদের মোটিভ, তারা কোন সোর্স থেকে এ সব কথা বলছে। ’

মঙ্গলবার (১০) দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে প্রেসব্রিফিংকালে এ আশঙ্কার কথা জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন। এ সময় কমিটি সদস্য শামসুল হক টুকু ও তালুকদার মো. ইউনূস উপস্থিত ছিলেন।

‘মসজিদ, মাদ্রাসা বন্ধ হলে জঙ্গি এমনিতেই বন্ধ হবে, এমন কথা পাগলে বলতে পারে?’ প্রশ্ন রাখেন তিনি।

তিনি বলেন, ‘আমি এই কথা কোথায় কখন বলেছি। আমি তো গুরুতর অসুস্থ ছিলাম। এই বয়সে কেউ এত বড় ঝঁকি নেয় না। আমার হার্টের একটি অংশ কেটে ফেলা হয়েছে। অথচ এই সময় আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে আমি নাকি এই কথা বলেছি। ’

এর আগে ব্লগারদের হত্যা করার সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে।

এখন আমার বিরুদ্ধে করা হচ্ছে। আমাকেও হত্যা করার ষড়যন্ত্র করছে যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/আরআই

** নিরাপত্তাহীনতায় ভুগছেন সুরঞ্জিত

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।