ঢাকা: নেদারল্যান্ডসের টিউলিপ ফুল বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে আবাদ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এ কথা বলেন তিনি।
এ সময় টিউলিপ ফুলের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন শেখ হাসিনা।
সভায় অংশ নেওয়া একটি দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, বাংলাদেশেও যাতে বাণিজ্যিক ভিত্তিতে টিউলিপ ফুলের চাষ করা যায় সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আরাস্তু খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি নেদারল্যান্ডস থেকে টিউলিপ ফুল নিয়ে এসেছিলাম। কিন্তু ফ্রিজে রেখেও তা ১০ দিনের বেশি ভালো ছিল না। ’
পরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদ্ভাবন করতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে এ দেশে টিউলিপ ফুলের চাষ করতে হবে। ’
শিল্প মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আধুনিক প্রযুক্তি ভিত্তিক নতুন নতুন প্রকল্প একনেক সভায় নিয়ে আসুন। যাতে দেশে আধুনিক শিল্প প্রতিষ্ঠানের বিকাশ হয়।
বিশ্বের প্রধান টিউলিপ উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত নেদারল্যান্ডস। বার্ষিক তিন বিলিয়নেরও বেশি টিউলিপ ফুল উৎপাদন করে ইউরোপের এই দেশটি। যা তার রফতানি আয়ের অন্যতম উৎস।
সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে নেদারল্যান্ডস সফর করেছেন শেখ হাসিনা। এসময় সেখানে বাণিজ্যিক ভিত্তিতে টিউলিপের চাষ দেখে মুগ্ধ হয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এমআইএস/এমএ