যশোর: যশোরের চৌগাছার কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল লতিফকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার(১০ নভেম্বর) বিকেলে চৌগাছা আমলী আদালতের বিচারক তাকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পরিষদ শাহী জামে মসজিদের খতিব।
যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৮ অক্টোবর চৌগাছা কামিল মাদরাসার শ্রেণিকক্ষ থেকে পেট্রোল বোমাসহ চার ছাত্রকে আটক করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় সোমবার (০৯ নভেম্বর) রাতে আব্দুল লতিফকে আটক করে পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিসি