ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গুদামে পা ভেঙে আটকে রাখা কিশোরের ঘটনা তদন্তের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গুদামে পা ভেঙে আটকে রাখা কিশোরের ঘটনা তদন্তের নির্দেশ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: রাজধানীর বকশী বাজারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুদাম ঘরে বিপ্লব সরদার নামে এক কিশোরকে পা ভেঙে আটকে রাখার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রোকসানা মালেককে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।


 
মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, ওই কিশোর বোর্ডের খাতা বাঁধাইয়ের কাজ করতো। শিক্ষা বোর্ডের কর্মচারী মহিউদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে ওই কিশোরে পা ভেঙে দেন বলে অভিযোগ পেয়েছেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআইএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।