ঢাকা: বাংলাদেশের সব থেকে মর্যাদাপূর্ণ ও অন্যতম বৃহৎ প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্যাটেলাইট সিস্টেম ক্রয়ের চুক্তি সই হবে বুধবার (১১ নভেম্বর)।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে বিটিআরসি ও ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেস কোম্পানির সঙ্গে এই চুক্তি সই হবে।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ও থ্যালেস এলেনিয়ার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেন লুইস গ্যালি নিজ নিজ পক্ষে সই করবেন।
সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও হোটেলে এই চুক্তি সই হবে বলে জানান টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন।
বিটিআরসির কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী স্যাটেলাইটের কাঠামো, উৎক্ষেপণ ব্যবস্থা, ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভূ-স্তরে দুটি স্টেশন পরিচালনা ও ঋণের ব্যবস্থা করবে থ্যালেস।
২০১৭ সালের ১৬ ডিসেম্বর স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান বিটিআরসি সচিব সরওয়ার আলম।
টেলিযোগোযোগ বিভাগ ও বিটিআরসি কর্মকর্তারা জানান, নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা না থাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতি বছর স্যাটেলাইট ভাড়া বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। স্যাটেলাইট উৎক্ষেপণ হলে সেই ব্যয় থাকবে না। বর্ধিত ফ্রিকোয়েন্সি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রাও উপার্জন করা যাবে।
গত ২০ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থ্যালাস স্পেসকে কাজ দেয়ার বিষয়টি অনুমোদন দেয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা এবং থ্যালাস স্পেস দেবে ২৪ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ ১ হাজার ৯৫১ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআইএইচ/আরআই