বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের বাসস্ট্যান্ড ও খেজুরতলায় অবস্থিত বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নষ্ট হয়ে যাওয়া দই ও মিষ্টিসামগ্রী বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা বিপুল পরিমান খাবার অনুপযোগী মিষ্টিসামগ্রী করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়া ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল বাংলানিউজকে জানান, শহরের বেশ কয়েকটি খাবারের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এ সময় নষ্ট হয়ে যাওয়া দই, মিষ্টি, রসমালাই, সন্দেশ ও ঘি বিক্রির দায়ে বাস টার্মিনাল মার্কেটের দেবদাস দধি ভাণ্ডারে ১০ হাজার টাকা, প্রান্ত দধি ভাণ্ডারে ১৫ হাজার টাকা, শম্পা দধি ভাণ্ডারে ৫ হাজার টাকা ও জলযোগ হোটেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বগুড়া জেলা ক্যাবের সভাপতি মাহফুজা আরা মিতা, বাজার নিয়ন্ত্রক কর্মকর্তা তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, এসব ব্যবসা প্রতিষ্ঠানের খাবারসামগ্রী নষ্ট হয়ে যাওয়ার পরও সেগুলো বিক্রি করা হচ্ছিল। যা আইনত দণ্ডনীয় অপরাধ।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকায় নিম্নমানের খাবার হোটেল ও সংশ্লিষ্ট দোকানপাট তালাবদ্ধ করে আত্মগোপন করেন দোকানিরা। তবে অভিযান শেষ আবারও তারা দোকান খোলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমবিএইচ/আরএম