মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে জুয়েল মিয়া (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শহরের ‘বিটিএস কমিউনিকেশনস বিডি ইন্টারনেট’ প্রতিষ্ঠানের দোকান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত জুয়েল মিয়া পৌর শহরের গুহরোড এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জুয়েল দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ প্রদানকারী ওই প্রতিষ্ঠানে জেনারেটর অপারেটর হিসেবে কাজ করতেন। রাতে তিনি দোকানের ভেতরে ঘুমাতেন। মঙ্গলবার দোকান না খোলায় তাকে অনেক ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে দোকান মালিক শাটার কেটে ভেতরে ঢুকে তার মৃতদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসঅই) মধুসুদন রায় বাংলানিউজকে জানান, জুয়েলের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর