ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের বেরিয়ে আসার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
মন্ত্রিসভা থেকে জাপা সদস্যদের বেরিয়ে আসার আহ্বান

জাতীয় সংসদ ভবন থেকে: স্বতন্ত্র সংসদ সদস্যরা সংখ্যায় কম হতে পারে, তবে তারা সবাই জাতীয় স্বার্থে সরব বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

তিনি বলেন, জাতীয় সংসদে অতীতের যেকোন বিরোধী দলের চেয়ে আমরা অনেক বেশি সোচ্চার।

আমরা গালমন্দ করি না, ব্যক্তিগত ব্যাপার নিয়ে কাদা ছোড়াছুড়ি করি না।
 
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
 
তাহজীব বলেন, টিআইবি বিরোধী দলকে তথাকথিত বিরোধী দল বলায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তীব্র সমালোচনা করেছেন। আমি তার সাথে অনেকাংশেই এক মত। টিআইবি অবশ্যই সংসদের অবমাননা করেছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে এবং সংসদকে পুতুলনাচের নাট্যশালা বলে চরম ধৃষ্টতাও দেখিয়েছে। তবে বিরোধী দলের নেতা যদি মন্ত্রী পদমর্যাদার বিশেষ দূত ও মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন জন সদস্যকে প্রত্যাহার করে বক্তব্যটি দিতেন তবে ব্যাপারটি জাতির কাছে আরোও অনেক বেশি সুন্দর এবং গ্রহণযোগ্য হতো। তখন টিআইবি তথাকথিত ট্রান্সপারেন্সি সংস্থা বলে প্রতীয়মান হতো।
 
বিরোধী দলীয় নেতাকে মন্ত্রিসভা থেকে তার দলের সদস্যদের ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তাহজীব বলেন, বিরোধী দলীয় নেতা এমন একটি সাহসী সিদ্ধান্ত নিয়ে নতুন নজির সৃষ্টি করবেন।
 
সংসদ নিয়ে মন্তব্যকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন কোন খণ্ডিত চিত্র দেখে মন্তব্য না করেন।
 
তাহজীব আলম আরও বলেন, আমরা স্বতন্ত্র সংসদ সদস্যরা অতীতের যেকোন বিরোধী দলের চেয়ে বেশি সোচ্চার। আমার বিরোধিতার জন্য বিরোধিতা করি না। আমরা জাতীয় স্বার্থ রক্ষার জন্য শপথবদ্ধ এবং জাতীয় স্বার্থে জনগণের কাছে সম্পূর্ণভাবে দায়বদ্ধ। আমাদের বিদেশি কোন সুতোর টানও নেই, বিদেশি কোন প্রভুও নেই। জনগণই আমাদের সব শক্তি ও প্রেরণার উৎস।

বাংলাদেশ সময়: ১৯২৪  ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।