ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় টেম্পু চালকের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।



মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. বাহার আলম এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় জয়দেবপুরগামী ট্রাকের ‍সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পু চালক ঘটনাস্থলেই মারা যান। আর দুই যাত্রী আহত হন।

খবরে পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপালে পাঠানো হয়েছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই বাহার আলম।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।